ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের বাকি আর মাত্র নয় দিন। এরই মধ্যে শ্রীলঙ্কান ক্রিকেটে বড় এক পরিবর্তন এলো।
এ তালিকায় সবচেয়ে আকর্ষণীয় নাম হচ্ছে সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া কুমার সাঙ্গাকারা। এছাড়া রয়েছেন রমেশ কালুভিথারানা, রনজিত মাদুরাসিংহে ও লালিত কালুপেরুমা।
নতুন এই নির্বাচক প্যানেলের অধীনের হয়ত বিশ্বকাপ দলে পরিবর্তন আসতে পারে।
ডি সিলভা গত বছর নির্বাচক প্যানেলে ছিলেন। আর কালুভিতারানা দেশটির গত এক দশকে বড় ধরনের কোচের ভূমিকা পালন করেছেন। সম্প্রতি তিনি লঙ্কার ‘এ’ দলের কোচ ছিলেন।
এদিকে সাঙ্গাকারার এ প্যানেলে আসাটা অনেকটা বিস্ময়ের। কারণ আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তিনি মাত্র সাত মাস আগে। এছাড়া এখনও ঘরোয়া ক্রিকেট থেকে তিনি অবসর নেননি।
কালুপেরুমা ১৯৮২ সালে শ্রীলঙ্কার অভিষেক টেস্টে খেলেছিলেন। আর মাদুরেসিংহে জাতীয় দলের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯২ পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৬
এমএমএস