ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের বিশ্বকাপ দলে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
ক্যারিবীয়দের বিশ্বকাপ দলে নতুন মুখ ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ দলে লেন্ডল সিমন্সের জায়গায় ডাক পেয়েছেন এভিন লুইস। পিঠের ইনজুরির কারণে গত সপ্তাহেই স্কোয়াড থেকে ছিটকে পড়েন সিমন্স।

এরই সুবাদে আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের প্রহর গুনছেন ২৪ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার।

ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান ক্লাইভ লয়েড বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের পলিসি অনুযায়ী, তরুণ খেলোয়াড়দের অধিক সুযোগ দেওয়ার স্বার্থেই লুইসকে দলে নেওয়া হয়েছে। সে তরুণ ও ভালো মানের ব্যাটসম্যান। আমাদের বিশ্বাস, দলের সঙ্গে লুইস নিজেকে খুব ভালোভাবেই মানিয়ে নেবে। ’

চতুর্থ খেলোয়াড় হিসেবে ক্যারিবীয়দের ওয়ার্ল্ডকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন সিমন্স। এর আগে সুনীল নারাইন, কাইরন পোলার্ড ও ড্যারেন ব্রাভো নিজেদের নাম প্রত্যাহার করে নেন।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে দু’সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে সোমবার (৭ মার্চ) কলকাতায় পৌঁছায় ও. ইন্ডিজ টিম। বিশ্বকাপের মূল পর্ব সামনে রেখে তারা স্বাগতিক ভারত (১০ মার্চ) ও অস্ট্রেলিয়ার (১৩ মার্চ) বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

সুপার ১০ এর গ্রুপ-১ এ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাছাইপর্বের গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়নদের মুখোমুখি হবেন গেইল-স্যামি-স্যামুয়েলসরা। নিজেদের প্রথম ম্যাচে (মার্চ ১৬) ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে ক্যারিবীয়রা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।