ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিন-সানির বোলিং অ্যাকশনে ‍আইসিসির সন্দেহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
তাসকিন-সানির বোলিং অ্যাকশনে ‍আইসিসির সন্দেহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও  স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির এ সন্দেহের খবরটি বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে ভারতের ধর্মশালায় সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।



টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হল্যান্ডের বিপক্ষে জয় পাবার পর ম্যাচের আম্পায়ার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। একইসঙ্গে আরাফাত সানির বিরুদ্ধেও অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়। এ অভিযোগের প্রতিক্রিয়ায় টাইগার কোচ বলেন, ‘তাসকিন ও সানির বিষয়ে গতকাল (৯ মার্চ) রাতেই অভিযোগ এসেছে। এ বিষয়ে আইসিসি আজকে সন্ধ্যার মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করবে। ’

এমন অভিযোগের কোনো ভিত্তি দেখছেন না হাথুরুসিংহে, ‘গত কয়েক বছর ধরে তো তাসকিন এবং সানি এই অ্যাকশনেই বল করে আসছে। এদের বোলিং অ্যাকশন নিয়ে কেন আইসিসির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ’

বোলিং অ্যাকশন সন্দেহজনক হলে আগামী ২৮ দিন পর্যন্ত বোলিংয়ে বাধা থাকে না। নিয়ম অনুযায়ী সন্দেহ প্রকাশের ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট বোলারকে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হয়। রিপোর্টে অ্যাকশনকে অবৈধ বলা হলে অ্যাকশন শোধরানোর আগ পর্যন্ত বল করতে পারেন না অভিযুক্ত বোলার।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।