ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। বিসিবি নর্থ জোনকে তারা চার উইকেটে হারিয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে চতুর্থ দিনে ১৩৯ রানের জয়ের লক্ষ্য পায় ইস্ট জোন। সহজ লক্ষ্যে খেলতে নেমে তারা দলীয় ৩৭ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে।
তবে বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসানের ৫৭ রানের ইনিংসে শেষ পর্যন্ত চার উইকেটে ম্যাচ জিতে নেয় ইস্ট জোন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে।
নর্থ জোনের সাকলাইন সজীব নেন সর্বোচ্চ তিনটি উইকেট। সাঞ্জামুল ইসলাম দু’টি ও দেলোয়ার হোসেন নেন একটি উইকেট।
প্রথম ইনিংসে অলক কাপালির সেঞ্চুরিতে ৩৯২ রান করেছিল ইস্ট জোন। জবাবে নর্থ জোন গুটিয়ে যায় মাত্র ১৭৩ রানে। ফলো-অনে পড়া নর্থ জোন দ্বিতীয় ইনিংসে মায়শুকুর রহমানের সেঞ্চুরিতে ৩৫৭ রান করে। ফলে জয়ের জন্য ইস্ট জোনের লক্ষ্য দাঁড়ায় ১৩৯ রান। যা ৬ উইকেটে হারিয়ে শেষ দিনে টপকে যায় ইস্ট জোন।
বিসিএলের ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোনের ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসকে/আরএম