ঢাকা: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ২২৯ রান করেও হারের হতাশায় ডোবে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে একই ভেন্যুতে এবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে প্রোটিয়ারা।
নির্ধারিত ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ২০৯। এ ম্যাচে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার ডেল স্টেইনের। ইংলিশদের বিপক্ষে বেশ খরুচে বোলিং (দুই ওভারে ৩৫!) করায় হয়তো তাকে একাদশের বাইরে রাখেন নির্বাচকরা। স্টেইনের জায়গায় ডাক পান ডেভিড উইসি।
এর আগে টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হার মানে আফগানরা। সুপার টেনের গ্রুপ ‘টু’তে চার নম্বরে থাকা দ. আফ্রিকার পরেই তাদের অবস্থান।
রোববারের (২০ মার্চ) ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। শুরতেই সাজঘরে ফেরেন ছন্দে থাকা হাশিম আমলা (৫)। তবে আরেক ওপেনার কুইন্টন ডি কক ৩১ বলে ৪৫ রানের ইনিংস উপহার দেন।
ইনিংসের দশম ওভারে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ব্যক্তিগত ৪১ রানে (২৭ বল) রান আউটের ফাঁদে পড়েন। তৃতীয় উইকেট জুটিতে ঝড়ো গতিতে ৭৬ রানের পার্টনারশিপ গড়েন এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি।
আফগান বোলারদের উপর দিয়ে রীতিমতো ‘স্টিমরোলার’ চালান ডি ভিলিয়ার্স। ৪টি চার ও পাঁচ ছক্কায় মাত্র ২৯ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এবি। ১৮তম ওভারে মোহাম্মদ নবীর বলে নুর আলী জারদানের হাতে তালুবন্দি হন ‘প্রোটিয়া ব্যাটিং দানব’।
ডেভিড মিলারের ব্যাট থেকে আসে ১৯ রান (৮ বল)। ২০ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন ডুমিনি।
আফগানদের হয়ে একটি করে উইকেট নেন আমির হামজা, শাপুর জাদরান, দাওলাত জাদরান ও মোহাম্মদ নবী।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএম