ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের ‘কাঁপিয়ে’ দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
প্রোটিয়াদের ‘কাঁপিয়ে’ দিল আফগানিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: ২০৯ রানের বিশাল সংগ্রহ। তবে দক্ষিণ আফ্রিকার হাফ ছেড়ে বাঁচার উপায় ছিল না! ইংল্যান্ডের বিপক্ষে ২২৯ রান করেও যে হারতে হয়েছিল।

ইংলিশদের ইনিংসের পুনরাবৃত্তিই যেন করতে যাচ্ছিল আফগানিস্তান। প্রথম দশ ওভারে দুই উইকেটে ১০৩ রান তুলে প্রোটিয়াদের রীতিমতো ‘কাপিয়ে’ দিয়েছে আফগানরা।

তবে ৩৭ রানের স্বস্তির জয়ে ডি ভিলিয়ার্সদের টি-২০ বিশ্বকাপে শেষ চারের লক্ষ্যটা টিকে থাকল। অন্যদিকে, দারুণ ক্রিকেট উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কার পর দ .আফ্রিকার বিপক্ষে লড়াই করেই হেরেছে আইসিসির সহযোগী দেশটি।

রোববার (২০ মার্চ) সুপার টেনের গ্রুপ ‘ওয়ান’র ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ২০৯। এ ম্যাচে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার ডেল স্টেইনের। ইংলিশদের বিপক্ষে বেশ খরুচে (দুই ওভারে ৩৫!) ছিলেন ‘প্রোটিয়া গতিদানব’। স্টেইনের জায়গায় ডাক পান ডেভিড উইসি।

বিশাল লক্ষ্যে খেলতে নেমে চার ওভারে ৫২ রান তোলেন দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ (১৯ বলে ৪৪) ও নুর আলী জাদরান (২৪ বলে ২৫)। শাহজাদকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে স্বস্তি এনে দেন ক্রিস মরিস। পরে অধিনায়ক আসগর স্ত্যানিকজাই মাত্র ৭ রান করেই মরিসের দ্বিতীয় শিকারে পরিণত হন।

গুল্বাদিন নাঈব ২৬ (১৮ বল) ও মোহাম্মদ নবী ১১ রান করে আউট হন। শেষদিকে, সামিউল্লাহ শেনওয়ারির ব্যাটে (১৪ বলে ২৫) জয়ের সুবাস পাচ্ছিল আফগানরা। কিন্তু ১৮তম ওভারের প্রথম বলেই তাকে উইসির ক্যাচে পরিণত করেন কাইল অ্যাবোট। সপ্তম উইকেটের পতন ঘটে।

এরপরই আফগানদের জয়ের শেষ আশাটুকুও নিভে যায়। নাজিবুল্লাহ জাদরান ১২ ও রশিদ খান ১১ রান করে আউট হন। শেষ পর্যন্ত তারা ৯ উইকেটে ১৭২ রান করতে সমর্থ হয়।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন মরিস। দু’টি করে উইকেট লাভ করেন অ্যাবোট, ইমরান তাহির ও কাগিসো রাবাদা। স্টেইনের পরিবর্তে খেলা উইসি চার ওভারে ৪৭ রানের বিনিময়ে উইকেটশূন্য থাকেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নামা প্রোটিয়ারা শুরতেই হাশিম আমলার (৫) উইকেট হারায়। তবে আরেক ওপেনার কুইন্টন ডি কক ৩১ বলে ৪৫ রানের ইনিংস উপহার দেন।

ইনিংসের দশম ওভারে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ব্যক্তিগত ৪১ রানে (২৭ বল) রান আউটের ফাঁদে পড়েন। তৃতীয় উইকেট জুটিতে ঝড়ো গতিতে ৭৬ রানের পার্টনারশিপ গড়েন এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি।

আফগান বোলারদের উপর দিয়ে রীতিমতো ‘স্টিমরোলার’ চালান ডি ভিলিয়ার্স। ৪টি চার ও পাঁচ ছক্কায় মাত্র ২৯ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এবি। ১৮তম ওভারে মোহাম্মদ নবীর বলে নুর আলী জারদানের হাতে তালুবন্দি হন ‘প্রোটিয়া ব্যাটিং দানব’।

ডেভিড মিলারের ব্যাট থেকে আসে ১৯ রান (৮ বল)। ২০ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন ডুমিনি।

আফগানদের হয়ে একটি করে উইকেট নেন আমির হামজা, শাপুর জাদরান, দাওলাত জাদরান ও মোহাম্মদ নবী।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।