ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বেঙ্গালুরু থেকে: সুপার টেনের হাইভোল্টেজ ম্যাচে আর কিছুক্ষন পরেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। গ্রুপ ‘টু’ এর এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি দলপতি স্টিভেন স্মিথ।



বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামবে দুই দল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া উভয় দলই হার মানে। ফলে দু’দলের জন্যই এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

কলকাতায় বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫৫ রানে হারে। অন্যদিকে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ রানে পরাজিত হয় অজিরা।

বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, আল-আমিন হোসেন, শুভাগত হোম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, ও সাকলাইন সজীব।
 
অস্ট্রেলিয়া একাদশ:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, জন হ্যাস্টিংস, উসমান খাজা, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল (উইকেটরক্ষক), শেন ওয়াটসন ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৬
এমএমএস/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।