ঢাকা: বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও ‘গতিদানব’ তাসকিন আহমেদকে বিশ্বকাপে বোলিংয়ে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ইয়ান চ্যাপেল।
চ্যাপেলের নিজের দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশি বোলারদের নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।
ইএসপিএনক্রিকইনফোর এই ক্রিকেট বিশ্লেষক বলেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি টুর্নামেন্টের মাঝপথ থেকে ছিটকে পড়লেন। এটা না করে, সমস্যা থাকলে টুর্নামেন্টে শুরুর আগেই ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত।
টুর্নামেন্টের মাঝপথে তাদের এভাবে নিষিদ্ধ করার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করেন না চ্যাপেল। তিনি বলেন, টুর্নামেন্টের মাঝপথ থেকে বোলারদের বাদ দেওয়া খুবই রূঢ় সিদ্ধান্ত।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এমজেএফ/