ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সময় ঘনিয়ে এসেছে আফ্রিদির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সময় ঘনিয়ে এসেছে আফ্রিদির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: এশিয়া কাপের মিশনে ভারতের বিপক্ষে হারের পর শহীদ আফ্রিদির নেতৃত্ব নিয়ে শুরু হয় সমালোচনা। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেওয়া পর সেই সমালোচনার উত্তাপ আরও বাড়ে।

এরপরও ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার উপর নির্ভর করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে কিছুটা স্বস্তি পেয়েছিলেন শহীদ আফ্রিদি। টাইগারদের বিপক্ষে খেলেছেন ম্যাচ সেরা ইনিংস। তাতে স্বস্তিতে ছিল পিসিবিও। কিন্তু, পরের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় আবারো আফ্রিদিকে নিয়ে শুরু হয় সমালোচনা।

এবারে সমালোচনার মাত্রাটা এতটাই বেশি যে খোদ পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান চাইছেন বিশ্বকাপ শেষেই আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে।

শাহরিয়ার খান জানান, ‘ফল যা-ই হোক না কেন, আফ্রিদি আর অধিনায়ক থাকছেন না। ভারতের মাটিতে বিশ্বকাপ শেষে সে অবসর নিতে চেয়েছিল। কিন্তু, বিশ্বকাপ শেষে যদি তার মানসিকতার পরিবর্তন হয় আর সে খেলা চালিয়ে যেতে চায়, আমরা ভেবে দেখবো একজন ক্রিকেটার হিসেবে তাকে দলে প্রয়োজন আছে কী না। তবে, নেতৃত্বের ভার তাকে পুনরায় দেওয়া হবে না।

তিনি আরও যোগ করে বলেন, আমরা সকলে জানি আফ্রিদি বড় মাপের ক্রিকেটার। সে আমাদের দলকে অনেক ম্যাচ জিতিয়েছে। একজন আদর্শ ক্রিকেটারের যা যা প্রয়োজন তার সবই আছে আফ্রিদির মাঝে। এ মুহূর্তে সমর্থকদের প্রয়োজন তার পাশে থাকা। তবে, বিশ্বকাপের আসর শেষ হলেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। এমনকি খেলোয়াড় হিসেবেও তাকে হয়তো খুব বেশিদিন দেখা যাবে না।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ২২ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।