ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ নারী দল। দিল্লিতে গ্রুপ ‘বি’র ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লাল-সবুজরা হেরেছে ৯ উেইকেটের বড় ব্যবধানে।
আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। জবাবে, ২১ বল হাতে রেখে মাত্র একটি উইকেট হারিয়ে জয় তুলে নেয় সানা মিরের দল।
বাংলাদেশের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন ফারজানা হক। এছাড়া, ওপেনার সানজিদা ১, শারমিন আখতার ১৯। সালমা খাতুনের ব্যাট থেকে আসে ১০ রান। নিগার সুলতানা ০, রুমানা ৭, ফাহিমা ৪ রান করে বিদায় নেন। শেষ দিকে ১১ রান করেন দলপতি জাহানারা। আর ১২ রান করে আউট হন লতা মন্ডল।
পাকিস্তানের হয়ে আনাম আমিন, আসমাভিয়া ইকবাল দুটি করে উইকেট দখল করেন। এছাড়া একটি উইকেট নেন সানা মির।
১১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি ওপেনার নাহিদা খান ১০ রান করে সালমার বলে এলবির ফাঁদে পড়েন। ইনিংসের বাকিটা পথ পাড়ি দেন সিদরা আমিন ও বিসমাহ মারুফ। সিদরা ৪৮ বলে ৫৩ আর বিসমাহ ৪২ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন।
১৬.৩ ওভার ব্যাট করে পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছে যায়।
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৬
এমআর