ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে ‘স্লো ওভার রেট’ এর কারণে মাশরাফি বিন মুর্তজা ও বাংলাদেশ দলের অন্য সদস্যদের জরিমানা করা হয়েছে।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি শুক্রবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
আইসিসি জানায়, টিম ইন্ডিয়ার বিপক্ষে সে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে বাংলাদেশ। ম্যাচ রেফারি ক্রিস বোর্ড তাতে টাইগারদের দলপতি মাশরাফি বিন মর্তুজাকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেন।
শুধু ম্যাশকেই নয় ম্যাচ রেফারি এ ঘটনার দায় দিয়ে টাইগারদের অন্য সদস্যদেরও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেন।
আইসিসির নিয়ম অনুযায়ী দলের অধিনায়ককে ২.৫.১ আর্টিকেলের ধারায় ২০ শতাংশ জরিমানার বিধান রাখা আছে। তবে, টাইগারদের দলপতি মাশরাফি যদি দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন, তাহলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়বে না। আইসিসি এটিও নিশ্চিত করেছে, বাংলাদেশ অধিনায়ক দোষ স্বীকার করে নিয়েছেন।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ইভেন্টে মাশরাফি যদি এমন ঘটনায় আবারো ফেঁসে যান তাহলে শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৬
এমআর