ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাটকীয়তার ম্যাচে উইন্ডিজকে ১ রানে হারালো লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
নাটকীয়তার ম্যাচে উইন্ডিজকে ১ রানে হারালো লঙ্কানরা

ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আসরের পঞ্চম ম্যাচে ৩৩১ রানের পাহাড় সমান লক্ষ্য ছুঁতে গিয়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩২৯ রানে থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।

ঢাকা: ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আসরের পঞ্চম ম্যাচে ৩৩১ রানের পাহাড় সমান লক্ষ্য ছুঁতে গিয়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩২৯ রানে থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।

 

 
বৃথা যায় ওপেনার এভিন লুইসের ১২২ বলে ১৪৮ রানের বিধ্বংসী ইনিংসটি। ঝড়ো ইনিংসটিতে ছিল ১৫টি চার ও চারটি ছক্কার মার। দলীয় ২৬২ রানের মাথায় দলের ষষ্ঠ উইকেট হিসেবে লুইস বিদায় নিলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে থেকে জেসন হোল্ডারের ব্যাটিং দৃঢ়তায় জয়ের কাছে চলে আসে তারা।
 
শেষ ওভারে ১০ রানের দরকার পড়ে ওয়েস্ট ইন্ডিজের, হাতে দুই উইকেট। প্রথম দুই বল থেকে আসে ১ রান। নুয়ান প্রদীপের করা শেষ ওভারের তৃতীয় বলে সুলেমান বেন মিড উউকেটের উপর দিয়ে ছক্কা হাঁকালে শেষ তিন বলে প্রয়োজন পড়ে মাত্র ৩ রানের।
 
প্রদীপ পরের বলটি ডট পেলে জমে ওঠে ম্যাচ। ওভারের পঞ্চম বলে ‍সুলেমান ডিপ কাভারে ধনঞ্জয় ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিলে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। শেষ বলে ৩ রানের প্রয়োজন হলেও ১ রানের বেশি নিতে পারেননি হোল্ডার। ক্যারিবীয় এ অধিনায়ক ৪৬ বলে ৪৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।
 
নুয়ান কুলাসেকারা ও সুরাঙ্গা লাকমাল নেন দুটি করে উইকেট। গুনারত্নে ও নুয়ান প্রদীপ পান একটি করে উইকেট।
 
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে নিরোশান ডিকওয়েলা ও কুশল মেন্ডিসের সমান ৯৪ রানের ইনিংসে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে শ্রীলঙ্কা। ওপেনার ধনঞ্জয় ডি সিলভা করেন ৫৮ রান।
 
ক্যারিবীয় পেসার হোল্ডার নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন অ্যাশলে নাস, ক্রেইগ ব্র্যাথওয়েট, কার্লোস ব্র্যাথওয়েট ও শ্যানন গ্যাব্রিয়েল।

 

তিন জাতির এ আসরে অপর দল জিম্বাবুয়ে। চার ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে গেছে শ্রীলঙ্কা। আগামী শুক্রবার (২৫ নভেম্বর) বুলাওয়েতে শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ নভেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল  ম্যাচ।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসকে/এজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।