মিরপুর থেকে: বিপিএলে নিজেদের তৃতীয় জয় তুলে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসের বিপক্ষে মারলন স্যামুয়েলস ও আহমেদ শেহজাদের ব্যাটে আট উইকেটের বড় জয় পায় মাশরাফি বাহিনী।
আসরের ৩৫তম ম্যাচে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর দেওয়া ১২৫ রানের টার্গেটে আট বল বাকি থাকতেই জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর আগে নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১২৪ করে ড্যারেন স্যামির নেতৃত্বে রাজশাহী। শেষ দুই ম্যাচেই জয় পেল কুমিল্লা। তবে এ ম্যাচ জিতলেও প্লে অফে খেলা হচ্ছে না দলটির।
স্যামুয়েলস ৪১ বলে দুই চার ও চারটি ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন। শেহজাদ করেন ৪৬ রান। তবে ফরহাদ রেজার বলে শেষ দিকে আউট হন শেহজাদ। রাজশাহীর হয়ে একটি করে উইকেট পান মিরাজ ও ফরহাদ রেজা।
এর আগে শেহজাদ ও স্যামুয়েলসের অসাধারণ ব্যাটিংয়ে দলীয় শতক পূর্ণ করে কুমিল্লা। অষ্টম ওভারে দলীয় অর্ধশতক আসে । চতুর্থ ওভারের পঞ্চম বলে কুমিল্লার প্রথম উইকেট ফেলতে সাহায্য করেন মেহেদি হাসান মিরাজ। তার বলে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। তার ব্যাট থেকে আসে ৯ রান।
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান করে রাজশাহী কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন জেমস ফ্রাঙ্কলিন। কুমিল্লার হয়ে তিন উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন।
৭৮ রানে ৭ উইকেট হারানো রাজশাহীর হয়ে এদিন একাই লড়ে যান ফ্রাঙ্কলিন। ৩১ বলে দুই চার ও তিন ছয়ে নিজের দুর্দান্ত ইনিংসটি সাজান এই নিউজিল্যান্ড অলরাউন্ডার। ১৯তম ওভারে দলীয় শতক তুলে নেয় রাজশাহী।
এর আগে ফরহাদ রেজাকে নিজের দ্বিতীয় শিকার বানান কুমিল্লা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১১তম ওভারে পর পর দুই বলে মেহেদি হাসান মিরাজ ও রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামিকে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন।
নবম ওভারের শেষ বলে সামিত প্যাটেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রথম উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন। অষ্টম ওভারে নাবিল সামাদের বলে ৮ রান করে আউট হন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। একই ওভারে অর্ধশতক আসে দলটির।
সপ্তম ওভারের দ্বিতীয় বলে নুরুল হাসানকে রশিদ খানের ক্যাচে পরিণত করে আউট করেন মাশরাফি । নুরুল করেন ১৭ রান। আর পঞ্চম ওভারের দ্বিতীয় বলে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুমিনুল হক। তার ব্যাট থেকে আসে ২০ রান।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৩৫তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৬
এমএমএস