মিরপুর থেকে: কাগজে-কলমে দুই শক্তিধর দল ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের লড়াই হয়েছে একপেশে। চিটাগংয়ের দেওয়া ১৩৫ রানের টার্গেট ৬ উইকেট ও ১০ বল বাকি রেখে টপকে গেছে ঢাকা।
এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই বিপিএলের লিগ পর্বে শীর্ষস্থান নিশ্চিত করেছে ঢাকা। হারের পরও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে চিটাগং।
তামিম ইকবালের ৭৪ রানের ইনিংসের পরও চিটাগংকে ১৩৪ রানে থামাতে বল হাতে দারুণ ভূমিকা রাখেন ডোয়াইন ব্রাভো। চার ওভারে ২৭ রান দিয়ে নেন তামিম ইকবাল, শোয়েব মালিক ও মোহাম্মদ নবীর উইকেট। তাই ম্যাচ সেরার পুরস্কার ওঠে এ ক্যারিবীয়ানের হাতে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জয়ের বিষয়ে ব্রাভো বলেন, দলীয় প্রচেষ্টাতেই জয় এসেছে। রাসেল শুরুতেই গেইলকে ফিরিয়ে দিয়ে কাজটা সহজ করেছেন। সাঙ্গাকারা, আলাউদ্দিন বাবু ভালো ব্যাটিং করেছেন। সাকিব ভালো নেতৃত্ব দিয়েছেন। দলগত নৈপুণ্যেই ম্যাচ জয়টা সহজ হয়ে গেছে।
স্বল্প পুঁজি নিয়েই ম্যাচটা জমিয়ে তোলার চেষ্টা করেছিল চিটাগং। কিন্তু কুমার সাঙ্গাকারার ৩৫ রানের ইনিংসটি জয়ের পথে রাখে ঢাকাকে। আলাউদ্দিন বাবুর ৩৩ ও অ্যান্ড্রু রাসেলের ৩১ রানের অপরাজিত ইনিংসে ৪ উইকেটে হারিয়েই জয় তুলে নেয় ঢাকা।
বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এসকে/জেডএস