ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে শফিউল, নিউজিল্যান্ড সফরে অনিশ্চয়তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ইনজুরিতে শফিউল, নিউজিল্যান্ড সফরে অনিশ্চয়তা উইকেট পেয়ে সতীর্থের সঙ্গে শফিউলের উল্লাস-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন টাইগার পেসার শফিউল ইসলাম। ফলে ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডে শুরু হওয়া বাংলাদেশের তিনটি ওয়ানডে, টি টোয়েন্টি ও দুটি টেস্ট সিরিজ তার জন্য অনিশ্চিত হয়ে পড়েছে।

মিরপুর থেকে: হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন টাইগার পেসার শফিউল ইসলাম। ফলে ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডে শুরু হওয়া বাংলাদেশের তিনটি ওয়ানডে, টি টোয়েন্টি ও দুটি টেস্ট সিরিজ তার জন্য অনিশ্চিত হয়ে পড়েছে।

শফিউলের ইনজুরির বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন তিনি নিজেই। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে ইনজুরির ব্যাপারে জানতে চাইলে মুঠো ফোনে তিনি জানান, ‘গেল মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় পড়ে গিয়ে ইনজুরি আক্রান্ত হয়েছি। আজ সকালে স্ক্যান করতে দিয়েছি। রিপোর্ট এখনও পাইনি। যে অবস্থা তাতে মনে হচ্ছে আমার নিউজিল্যান্ড যাওয়া হচ্ছে না। ’

এদিকে একটি সুত্রে জানা গেছে যে, দেড় মাসের আগে শফিউলের মাঠে ফেরা সম্ভব না। এমতাবস্থায় তার বিকল্প নিয়ে ভাবছেন নির্বাচকরা।

বিপিএলের এবারের আসরে বল হাতে বেশ উজ্জ্বল শফিউলের পারফরম্যান্স। খুলনা টাইটান্সের হয়ে ১৩ ম্যাচ খেলে ১৮ উইকেট তুলে নিয়েছেন এই টাইগার পেসার।

এই নিয়ে বিপিএলের এবারের আসরে দুই পেসার ইনজুরি আক্রান্ত হলেন। গেল ২৬ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাউন্ডরি সীমানার কাছে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শহীদ। ফলে ইতোমধ্যে তিনি ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ড সিরিজ থেকে। অবশ্য তার বিকল্প হিসেবে ২০ সদস্যের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ৭ ডিসেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।