মিরপুর থেকে: প্রথম ম্যাচ খেলেই ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন বিপিএলে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কোনো লক্ষ্য নেই তার, লক্ষ্য দলকে চ্যাম্পিয়ন করা। আসল কাজটি ঠিকই করেছেন সাকিব।
ফাইনালে রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে বিপিএলের চতুর্থ আসরের শিরোপা জিতেছে তার দল। চ্যালেঞ্জে জয়ী হতে পেরে দারুণ খুশি সাকিব।
দেশি-বিদেশি ক্রিকেটাররা মিলে একটা ইউনিট হয়ে খেলতে পারায় শিরোপা জয় সম্ভব হয়েছে বলে মনে করেন সাকিব। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ ক্রিকেটার বলেন, ‘শুরুতেই বলেছিলাম, এবার লক্ষ্য ছিল একটাই। সেটাতে সফল হতে পেরেছি। এটা অনেক বড় ব্যাপার। ব্যক্তিগত দিক থেকেও তো আমার জন্য অনেক বড় ব্যাপার। সব থেকে বড় ব্যাপার হলো টিমটা যেভাবে খেলেছে। ’
‘নামকরা প্লেয়ার থাকতে পারে তারপরও টিম হিসেবে কেমন করছে এটা অনেক গুরুত্বপূর্ন। আমার মনে হয় ওই কাজটা আমরা করতে পেরেছি। আমি, সুজন ভাই ( খালেদ মাহমুদ) আরও যারা সিনিয়র প্লেয়ার ছিল সাঙ্গাকারা, মাহেলা এরা এই দায়িত্বটা পালন করাতে আমরা একটা টিম হয়ে খেলতে পেরেছি। ’-যোগ করেন সাকিব।
অধিনায়ক হিসেবে দলের ক্রিকেটারদের মাঝে ভালো খেলার ইচ্ছা জাগ্রত করার পেছনেও কাজ করতে হয়েছে বলে জানান সাকিব, ‘যখন যাকে দরকার ছিল সে পারফর্ম করেছে। এই জিনিশটা খুব দরকার ছিল। আমার ও কোচের দায়িত্ব ছিল টিমের সবাই যেন পারফর্ম করার সুযোগ পায়, করতে চায়। খেলোয়াড়দের মাঝে ভালো করার ইচ্ছা আসাটা জরুরী। অনেক সময় অনেক টিমে হয় সে ইচ্ছাটা আসে না। দলের মধ্যে এই পরিবেশটা তৈরী করা জরুরী ছিল এবং আমরা করতে পেরেছি। ’
বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসকে