মিরপুর থেকে: অসাধারণ নেতৃত্ব দিয়ে রাজশাহী কিংসকে ফাইনাল অব্দি টেনে তুলেছেন ক্যারিবীয়ান ক্রিকেটার ড্যারেন স্যামি। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের কাছে হারে শিরোপার স্বপ্ন পূরণ হয়নি তার।
তারপরও পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট এ ক্রিকেটার তাকিয়ে রয়েছেন বিপিএলের আগামী আসরের দিকে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্যামি বলেন, ‘বিপিএল আমি দারুণ উপভোগ করেছি। আগামী বছরের দিকে তাকিয়ে আছি। আশা করি বিপিএলে আমাকে ডাকা হবে। দুইয়ে থেকে বিপিএল শেষ করতে পেরে আমি খুশি। ’
ঢাকার দেওয়া ১৬০ রানের টার্গেটে ব্যাটিং নেমে রাজশাহী ১৭.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয়। ফাইনালে ৫৬ রানের বড় হার সঙ্গী হয় তাদের। যদিও প্রথম ১০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৬৩ রান তুলে জমজমাট লড়াইয়ের আভাস দিয়েছিল রাজশাহীর ব্যাটসম্যানরা।
স্যামি মনে করেন সেট ব্যাটসম্যানরা আর কিছুক্ষন উইকেটে থাকলে ম্যাচের চেহারা ভিন্ন হতে পারতো, ‘প্রথম ১০ ওভারে আমরা ভালো অবস্থানে ছিলাম। সেট ব্যাটসম্যানরা যখনই মেরে খেলবে দুর্ভাগ্যজনকভাবে তখনই আমরা বেশ কয়েকটি উইকেট হারিয়ে বসি। না হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। ’
বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসকে