ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম আলোকে উড়িয়ে বাংলানিউজের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
প্রথম আলোকে উড়িয়ে বাংলানিউজের জয় ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেটে টুর্নামেন্টে প্রথম আলোকে ৭৯ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিল বাংলানিউজ টোয়েন্টিফোর.কম। সিক্স-এ সাইড টুর্নামেন্টে দলীয় সাফল্যেই বড় জয় তুলে নেয় বাংলানিউজ। বোলিংয়ে কিংবা ব্যাটিংয়ে দলটির সামনে দাঁড়াতেই পারেনি প্রথম আলো।

ঢাকা: জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেটে টুর্নামেন্টে প্রথম আলোকে ৭৯ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিল বাংলানিউজ টোয়েন্টিফোর.কম। সিক্স-এ সাইড টুর্নামেন্টে দলীয় সাফল্যেই বড় জয় তুলে নেয় বাংলানিউজ।

বোলিংয়ে কিংবা ব্যাটিংয়ে দলটির সামনে দাঁড়াতেই পারেনি প্রথম আলো।

প্রথমে ব্যাট করে বাংলানিউজ নির্ধারিত ছয় ওভারে ৯৪ রান করে। পরে ব্যাটিংয়ে নেমে ৫ ওভার ব্যাট করে মাত্র ১৫ রানেই অলআউট হয় প্রথম আলো। ১৯ রান ও দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলানিউজের স্পোর্টস করেসপন্ডেন্ট সাজ্জাদ খান।

বাংলানিউজের কোচের দায়িত্বে রয়েছেন হেড অব নিউজ মাহমুদ মেনন খান। এছাড়া, দলের ম্যানেজারের দায়িত্বে আছেন আউটপুট এডিটর অশোকেশ রায়।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোববার (১১ ডিসেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলানিউজের দলপতি শামীম হোসেন। সকাল সাড়ে ১১টায় শুরু হয় ম্যাচটি।

বাংলানিউজের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধনে নামেন সাজ্জাদ খান এবং জনি সাহা। ওপেনিং জুটি ভাঙে জনি সাহার উইকেট পতনের মধ্যদিয়ে। বিদায় নেওয়ার আগে জনি সাহার ব্যাট থেকে আসে ১১ রান। আরেক ওপেনার সাজ্জাদ খান করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান। তার ইনিংসে ছিল তিনটি চার আর একটি ছক্কার মার।

তিন নম্বরে নামা শামীম হোসেন করেন ইনিংস সর্বোচ্চ ২৫ রান। দলের প্রয়োজনে প্রথমদিকে সতর্ক থেকে খেললেও শেষ দিকে দুটি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। বাংলানিউজের এই দলপতি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এছাড়া, মুশফিক পিয়াল একটি চার আর একটি ছক্কায় করেন ১৩ রান।

৯৫ রানের বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রথম আলো। দলের হয়ে সর্বোচ্চ ৫ রান করেন রানা আব্বাস। ৪ রান আসে কৌশিকের ব্যাট থেকে।

বাংলানিউজের সাজ্জাদ দুটি উইকেট লাভ করেন। এছাড়া, একটি করে উইকেট দখল করেন শামীম হোসেন, জনি সাহা এবং সুমন শেখ।

সাব এডিটরদের সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এই প্রথম সংগঠনটির সদস্যদের জন্য আয়োজন করেছে জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কোমল পানীয় ব্রেভার এবং বিস্ক ক্লাবের পৃষ্ঠপোষকতায় ৩২টি মিডিয়া হাউসকে নিয়ে শনিবার থেকে টুর্নামেন্টটি শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।