ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপ্রতিরোধ্য বাংলানিউজ কোয়ার্টার ফাইনালে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
অপ্রতিরোধ্য বাংলানিউজ কোয়ার্টার ফাইনালে ছবি:সুমন শেখ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে অপ্রতিরোধ্য বাংলানিউজের জয়ের ধারা অব্যাহত রয়েছে। মোহনা টেলিভিশনকে ৪০ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। দলের জয়ে দারুণ অবদান রাখায় ম্যাচ সেরা হয়েছেন বাংলানিউজের স্পোর্টস করেসপন্ডেন্ট মুশফিকুর রহমান পিয়াল।

ঢাকা: জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে অপ্রতিরোধ্য বাংলানিউজের জয়ের ধারা অব্যাহত রয়েছে। মোহনা টেলিভিশনকে ৪০ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

দলের জয়ে দারুণ অবদান রাখায় ম্যাচ সেরা হয়েছেন বাংলানিউজের স্পোর্টস করেসপন্ডেন্ট মুশফিকুর রহমান পিয়াল।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ছয় ওভারে চার উইকেট হারিয়ে ৬৯ রান করে বাংলানিউজ। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন রাহাত মাহমুদ চৌধুরী। ১১ রান করেন জনি সাহা। আর ৭ রান করে অপরাজিত থাকেন পিয়াল।

জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৯ রানেই গুটিয়ে ‍যায় মোহনার ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ১৫ রান করে অপরাজিত থাকেন সাজ্জাদ। আর বাংলানিউজের মুশফিক পিয়াল একাই তিন উইকেট নিয়ে মোহনার ইনিংস ধসিয়ে দেন।  

এর আগে রোববার (১১ ডিসেম্বর) টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে প্রথম আলোকে ৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলানিউজ।  

সাব এডিটরদের সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এই প্রথম সংগঠনটির সদস্যদের জন্য আয়োজন করেছে জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কোমল পানীয় ব্রেভার এবং বিস্ক ক্লাবের পৃষ্ঠপোষকতায় ৩২টি মিডিয়া হাউসকে নিয়ে শনিবার থেকে টুর্নামেন্টটি শুরু হয়।  

** প্রথম আলোকে উড়িয়ে বাংলানিউজের জয় 

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এমজেএফ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।