ঢাকা: শফিউল ইসলামের ইনজুরিতে নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পান রুবেল হোসেন। শেষ মুহূর্তে স্ট্যান্ডবাই থেকে দলে জায়গা পান এ ডানহাতি পেসার।
এ পেসারের সঙ্গে শেষ মুহূর্তে ডাক পাওয়া মেহেদি মারুফও যাচ্ছেন। রুবেল-মারুফ ছাড়া ক্যাম্পের বাকি ২১ ক্রিকেটার পৌঁছে গেছেন সিডনিতে। প্রথমভাগে যাওয়া ১২ ক্রিকেটার গতকাল ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে অনুশীলনও করেছেন। দ্বিতীয় ধাপে যাওয়া ৮ ক্রিকেটারও পৌঁছে গেছেন সিডনিতে। অপেক্ষা কেবল রুবেল ও মারুফের জন্য। সাকিবও চলে গেছেন আলাদাভাবে।
তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ ডিসেম্বর সিডনি থেকে নিউজিল্যান্ড যাত্রা করবে বাংলাদেশ দল।
অস্ট্রেলিয়ার পথে যাত্রার আগে পেসার রুবেল হোসেন মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশার কথা শুনিয়েছেন। যে কোনো ফরম্যাটেই সুযোগ হোক সেরা পাফরম্যান্স দেখাতে চান এ পেসার। তিনি জানান, ‘যতটুকু সময় অস্ট্রেলিয়াতে থাকবো, মনোযোগ দিয়ে অনুশীলন করবো। নিউজিল্যান্ডে ম্যাচ খেলার যদি সুযোগ পাই অবশ্যই ভালো খেলার চেষ্টা করবো। যে ফরম্যাটেই সুযোগ পাই আমাকে পারফর্ম করতে হবে। আমি আমার সেরা পারফরম্যান্স মাঠে দেখাতে চাই। ’
নিউজিল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে রুবেল হোসেনের। ২০১০ সালে নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে ছিলেন এ পেসার। হ্যামিলটনের সিডন পার্কে কিউইদের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন রুবেল। ৬ বছর পর আবার নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ। ইংল্যান্ড সিরিজে বিরতি দিয়ে আবার দলে ফিরেছেন রুবেল।
কন্ডিশনের চ্যালেঞ্জ মোকাবেলা করে নিউজিল্যান্ডের মাটিতে ভালো করতে চান এ পেসার, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে আমি খেলেছি। ওখানকার কন্ডিশনে এখন বোলিং করাটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমাকে নিতে হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের পেস বোলারদের জন্য সব সময় সহায়তা থাকে। আমরাও ওই জোর নিয়ে পেস বোলাররা যাচ্ছি। আমরাও সহায়তা পাবো। ’
সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্বিষ বোলিং করেন রুবেল হোসেন। তিন ওভারের স্পেলে দেন ২৪ রান। পরে আর বোলিং করার সুযোগ পাননি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দল থেকে বাদ পড়েন। কারণ হিসেবে ফিটনেসে ঘাটতির কথা উল্লেখ করেন নির্বাচকরা। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে নির্বাচকদের নজড় কাড়লে শফিউলের বদলি হিসেবে রুবেলকে বিবেচনা করতে দ্বিতীয়বার ভাবতে হয়নি নির্বাচকদের।
রুবেল নিজেও বলছেন বিপিএল তাকে কতটা সাহায্য করেছে দলে ফেরাতে, ‘বিপিএলটা আমার জন্য বড় একটা বিষয় ছিলো। ধারণা ছিলো ভালো পারফর্ম করলে হয়তো আমাকে নিতেও পারে। বিপিএলে ভালো করার চেষ্টা করেছি আমি। হয়তো ভালো পারফর্ম করার জন্য নির্বাচকরা আমাকে বিবেচনা করেছেন। বিপিএলে আমি যে রকম ছন্দে ছিলাম আমার কাছে মনে হয়, আমি ঠিক আছি। ’
‘মনে হয় আমি আগের ছন্দে আসতে পেরেছি। প্রধান হচ্ছে আত্মবিশ্বাসটা। কয়েকটা ম্যাচে যদি ছন্দ নিয়ে বোলিং করা যায় আত্মবিশ্বাস চলে আসে। আমার আত্মবিশ্বাস আল্লাহর রহমতে ভালো আছে। এটা এখন মাঠে প্রমাণ করতে হবে। ’-যোগ করেন রুবেল হোসেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি