ঢাকা: ভারতের বিপক্ষে মান বাঁচানোর ম্যাচে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেটে ২৮৪।
পাঁচ ম্যাচের সিরিজটি ৩-০ তে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলিদের লক্ষ্য ব্যবধানটা ৪-০ তে নিয়ে যাওয়া। অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর বিকল্প ভাবছে না সফরকারীরা।
সেই লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক। কিন্তু, মাত্র ২১ রানে দুই ওপেনারকে হারায় তারা। মুম্বাই টেস্ট দিয়ে টেস্ট অভিষেকেই শতক হাঁকানো কিটন জেনিংস মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। টেস্ট ক্যারিয়ারের ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ১০ রানে আউট হয়ে সমর্থকদের হতাশ করেন কুক।
তৃতীয় উইকেট জুটিতে স্কোরবোর্ডে ১৪৬ রান তুলে চাপ সামাল দেন মঈন ও জো রুট (৮৮)। এরপর জনি বেয়ারস্টোকে (৪৯) নিয়ে আরো ৮৬ রান যোগ করেন মঈন। সাদা পোশাকে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন এ বাঁহাতি ব্যাটসম্যান। দিনের খেলা শেষ হওয়ার আগে অপরাজিত থাকেন ১২০ রানে। তার সঙ্গী বেন স্টোকস (৫ অপ.)।
একাই তিনটি উইকেট নেন রবিন্দ্র জাদেজা। বাকি উইকেটটি পেসার ইশান্ত শর্মার। ভারতীয় বোলিং অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন প্রথম দিনে ২৪ ওভারে ৭৬ রান খরচায় উইকেটশূন্য থাকেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমআরএম