ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মঈনের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
মঈনের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড

ভারতের বিপক্ষে মান বাঁচানোর ম্যাচে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেটে ২৮৪। অপরাজিত সেঞ্চুরিয়ান মঈন আলীর ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে ইংলিশরা।

ঢাকা: ভারতের বিপক্ষে মান বাঁচানোর ম্যাচে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেটে ২৮৪।

অপরাজিত সেঞ্চুরিয়ান মঈন আলীর ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে ইংলিশরা।

পাঁচ ম্যাচের সিরিজটি ৩-০ তে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলিদের লক্ষ্য ব্যবধানটা ৪-০ তে নিয়ে যাওয়া। অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর বিকল্প ভাবছে না সফরকারীরা।

সেই লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক। কিন্তু, মাত্র ২১ রানে দুই ওপেনার‍কে হারায় তারা। মুম্বাই টেস্ট দিয়ে টেস্ট অভিষেকেই শতক হাঁকানো কিটন জেনিংস মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। টেস্ট ক্যারিয়ারের ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ১০ রানে আউট হয়ে সমর্থকদের হতাশ করেন কুক।

তৃতীয় উইকেট জুটিতে স্কোরবোর্ডে ১৪৬ রান তুলে চাপ সামাল দেন মঈন ও জো রুট (৮৮)। এরপর জনি বেয়ারস্টোকে (৪৯) নিয়ে আরো ৮৬ রান যোগ করেন মঈন। সাদা পোশাকে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন এ বাঁহাতি ব্যাটসম্যান। দিনের খেলা শেষ হওয়ার আগে অপরাজিত থাকেন ১২০ রানে। তার সঙ্গী বেন স্টোকস (৫ অপ.)।

একাই তিনটি উইকেট নেন রবিন্দ্র জাদেজা। বাকি উইকেটটি পেসার ইশান্ত শর্মার। ভারতীয় বোলিং অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন প্রথম দিনে ২৪ ওভারে ৭৬ রান খরচায় উইকেটশূন্য থাকেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।