ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সোহরাওয়ার্দীর সেঞ্চুরিতে বড় সংগ্রহ রংপুরের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
সোহরাওয়ার্দীর সেঞ্চুরিতে বড় সংগ্রহ রংপুরের

জাতীয় লিগে সেঞ্চুরির দেখা পেয়েছেন রংপুর বিভাগের ব্যাটসম্যান সোহরাওয়ার্দী শুভ। চারদিনের ম্যাচের প্রথম দিন ৬২ রানে অপরাজিত থাকা শুভ আজ দ্বিতীয় দিনে আউট হয়েছেন ১২১ রানের ইনিংস খেলে।

ঢাকা: জাতীয় লিগে সেঞ্চুরির দেখা পেয়েছেন রংপুর বিভাগের ব্যাটসম্যান সোহরাওয়ার্দী শুভ। চারদিনের ম্যাচের প্রথম দিন ৬২ রানে অপরাজিত থাকা শুভ আজ দ্বিতীয় দিনে আউট হয়েছেন ১২১ রানের ইনিংস খেলে।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোহরাওয়ার্দী শুভ’র সেঞ্চুরি ও আলাউদ্দিন বাবুর অর্ধশতকে (৬৪) চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫০ রানের বড় সংগ্রহ গড়েছে রংপুর।

ব্যাটিংয়ে নেমে ভালো জবাব দিচ্ছে চট্টগ্রাম। দ্বিতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে তারা। ইরফান শুক্কুর ২৪ ও তাসামুল হক ১১ রানে অপরাজিত আছেন।

দুই ওপেনার অভিষেক মিত্র ২৮ ও পিনাক ঘোষ ১৮ রান করে আউট হন। রংপুরের হয়ে দুটি উইকেটই নিয়েছেন মোহাম্মদ সাদ্দাম।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।