ঢাকা: সফরকারী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলপতি কেন উইলিয়ামসন। ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে সোমবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে (ক্রিসমাসের পরদিন) ওয়ানডে দিয়ে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হয়।
আগে ব্যাটিংয়ে নামা কিউইদের হয়ে ইনিংস শুরু করেন মার্টিন গাপটিল এবং টম ল্যাথাম। টাইগারদের হয়ে বল হাতে ইনিংস শুরু করেন মাশরাফি।
নিউজিল্যান্ডের মাটিতে অতীতে বাংলাদেশের তেমন কোনো সুখস্মৃতিও নেই। ঘরের মাঠের বাঘরা ভিন্ন কন্ডিশনে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতে পারবে তো?
সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে কিউইরা। অন্যদিকে, নিজেদের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল সময় উপভোগ করছে বাংলাদেশ দল। গত অক্টোবরেই প্রথমবারের মতো ইংল্যান্ডকে টেস্টে হারায় টাইগাররা।
সিরিজ শুরুর আগে দারুণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। ৬ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। মাঠে কেমন পারফরম্যান্স করে সতীর্থরা সেটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ম্যাচ জেতার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক।
তবে, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের অতীত পারফরম্যান্স আশা জাগানিয়া নয়। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এ অবধি সাতটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সবগুলোতে হেরেছে টাইগাররা। ওয়ানডেতে দু’দলের মুখোমুখি দেখায় ২৫ ম্যাচে বাংলাদেশের জয় আটটিতে। ১৭বার জিতেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের সবগুলো জয়ই এসেছে দেশের মাটিতে। এবার অ্যাওয়ে ম্যাচে জয় তুলে কি ইতিহাস বদলাবে মাশরাফিরা?
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, কলিন মুনরো, লুক রঞ্চি, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট এবং নেইল ব্রুম।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১৬
এমআরপি