ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুরাগকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
অনুরাগকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট অনুরাগ ঠাকুর/ছবি: সংগৃহীত

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সর্বোচ্চ ক্ষমতার মালিক অনুরাগ ঠাকুরকে সরিয়ে দিল দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (০২ জানুয়ারি) সকালে দিল্লির কোর্টে শুনানির পর এমন রায় দেওয়া হয়।

শুধু অনুরাগ ঠাকুর নন, বোর্ডের সেক্রেটারি অজয় শিরকেও সরিয়ে দেওয়ার কথা জানানো হয়।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হিসেবে খ্যাতি পাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আর লোধা কমিশন নিয়ে চলা জটিলতা বেশ পুরোনো ছিল।

লোধা কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছিল বিসিসিআই। এবার আদালতের রায়ে বিসিসিআই প্রধানের পদ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন বিজেপি নেতা অনুরাগ।

সর্বশেষ বিশেষ সাধারণ সভাতেও লোধা কমিশনের বেশ কিছু সুপারিশ মানতে অস্বীকৃতি জানিয়েছিল বিসিসিআই। সোমবার লোধা কমিটির সুপারিশ মেনে বিসিসিআই প্রেসিডেন্ট থেকে সরানো হয় এই দু’জনকে। আগামী দুই সপ্তাহের মধ্যে পর্য়বেক্ষক নিয়োগ করবে সুপ্রিম কোর্ট৷ এ সময় পর্যন্ত বোর্ডের কাজ পরিচালনা করবেন দুই সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট৷ এছাড়াও বোর্ড ও তার অধীনস্ত সংস্থাগুলোকে মেনে চলতে হবে লোধা কমিটির সুপারিশ৷ শিরকের জায়গায় কাজ করবেন জয়েন্ট সেক্রেটারি অমিতাভ চৌধুরি।

অনুরাগের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল, তিনি আইসিসি প্রধান শশাঙ্ক মনোহরকে আদালতের ওপর হস্তক্ষেপ করার অনুরোধ করেছিলেন। এছাড়া, অনুরাগ আদালতে যে হলফনামা দিয়েছেন, তাতে দাবি করেছেন, মনোহরকে এমন অনুরোধ করেননি। মিথ্যা হলফনামা দেওয়া আদালতের দৃষ্টিতে অপরাধ হিসেবেই বিবেচ্য হয়।

সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের পর কমিটির প্রধান আরএম লোধা জানান, ‘এর ফলে ভারতীয় বোর্ড আরও এগিয়ে যাবে৷ বোর্ডে স্বচ্ছতা আনা জরুরি ছিল৷ বোর্ডের দায়িত্বে থাকা অবস্থায় আদালতে ভুল তথ্য পেশ করার জন্য অনুরাগ ঠাকুরকে শো-কজ করা হয়। ’

পরবর্তী প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ ভারতের সাবেক সলিটরি জেনারেল ফালি নরিমন ও সিনিয়র আইনজীবী গোপাল সুব্রহ্মনিয়মকে এই কমিটিতে রাখা হয়েছে৷

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৭
এমআরপি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।