ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

লক্ষ্মীপুরকে হারিয়ে ফাইনালে ফেনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
লক্ষ্মীপুরকে হারিয়ে ফাইনালে ফেনী লক্ষ্মীপুরকে হারিয়ে ফাইনালে ফেনী-ছবি: সংগৃহীত

ফেনী: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলা দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ফেনী জেলা দল। সোমবার (২ জানুয়ারি) নোয়াখালী শহীদ বুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে লক্ষ্মীপুর নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেটে সংগ্রহ করে ১০৭ রান। জবাবে ফেনী জেলা দল ৩০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে নেয়।

৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ফেনী জেলা দলের চাঁদপুর দলের বিরুদ্ধে ফাইনাল খেলার কথা রয়েছে।

প্রশিক্ষক কপিল উদ্দিন ও টিম ম্যানেজার শরীফুল ইসলাম অপু বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।