ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বগুড়ায় পেসারদের দাপট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
বগুড়ায় পেসারদের দাপট মোহাম্মদ সাদ্দাম/ছবি: সংগৃহীত

জাতীয় লিগের শেষ রাউন্ডে বগুড়া ভেন্যুতে দাপট দেখাচ্ছেন বোলাররা। রংপুর-রাজশাহী বিভাগের ম্যাচে প্রথম দিন দু’দলের উইকেট পড়েছে ১৪টি। সবগুলো উইকেটই নিয়েছেন পেসাররা।

শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সাদ্দামের পেস তোপে ১৯১ রানে গুটিয়ে যায় রাজশাহী। আগের ম্যাচে দুর্দান্ত শতক উপহার দেওয়া ফরহাদ হোসেন করেন সর্বোচ্চ ৫৯ রান।

ওপেনার মায়শুকুর রহমানের ব্যাট থেকে আসে ৩২ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান সাদ্দাম। নিজের তৃতীয় ম্যাচে ৫৭ রান খরচায় ৫ উইকেট নেন এ ডানহাতি পেসার। সাজেদুল ইসলাম ও আরিফুল হক নেন দুটি করে উইকেট। অপর উইকেটটি নিয়েছেন আলাউদ্দিন বাবু।

জবাবে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে রংপুর। ৪১ রানে অপরাজিত আছেন ওপেনার লিটন দাস।

ইনজুরি থেকে ফেরা শফিউল ইসলাম ও ফরহাদ রেজা নিয়েছেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ০৩ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।