ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ দিনের অপেক্ষায় রংপুর-রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
শেষ দিনের অপেক্ষায় রংপুর-রাজশাহী শেষ দিনের অপেক্ষায় রংপুর-রাজশাহী/ছবি: সংগৃহীত

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জয়ের জন্যই লড়ছে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ। জয়ের সুযোগ থাকছে দুই দলেরই। শেষ দিন ফলাফলের অপেক্ষায় থাকতে হচ্ছে দুই দলকেই।

রাজশাহী প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়। নিজেদের প্রথম ইনিংসে ৩৫১ রান তোলে রংপুর।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৩১৩ রান করেছে রাজশাহী। ফলে, শেষ দিন ম্যাচ গড়ানোর আগে ১৫৩ রানে এগিয়ে জহুরুল ইসলামের রাজশাহী।

রাজশাহীর হয়ে প্রথম ইনিংসে ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন ফরহাদ হোসেন। ৩২ রান আসে ওপেনার মাইশুকুর রহমানের ব্যাট থেকে। রংপুরের হয়ে ৫ উইকেট দখল করেন মোহাম্মদ সাদ্দাম।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রংপুরের ওপেনার লিটন দাস করেন ৭৪ রান। ৬৮ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষ ইনিংস সর্বোচ্চ ৯৭ রান করেন। ৩৮ রানে অপরাজিত থাকেন সোহরাওয়ার্দি শুভ। রাজশাহীর হয়ে ৫টি উইকেট দখল করেন মামুন হোসেন।

দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা রাজশাহী তৃতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে তুলেছে ৩১৩ রান। ওপেনার মাইশুকুর ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত আছেন। তার ২০০ বলের ইনিংসে ১৫টি চারের পাশাপাশি রয়েছে দুটি ছক্কার মার। জুনায়েদ সিদ্দীকির ব্যাট থেকে আসে ৬৮ রান। ৪১ রানে অপরাজিত আছেন দলপতি জহুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৫ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।