প্রথম ম্যাচে হারের পর সিরিজে ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ হারানোর পর মাশরাফি জানান, ‘নিউজিল্যান্ড বড় স্কোর করেছে নিজেদের মাঠ আর কন্ডিশনের সুযোগকে কাজে লাগিয়ে।
টাইগার দলপতি আরও জানান, ‘মাঠের একপাশ দিয়ে বাতাস বইছিল। ওরা বারবার ওই পাশ দিয়েই মেরে খেলছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল সেটা। বাতাসের ওই পাশ দিয়ে আমরাও অনেক রান তুলেছি। ফিল্ডিংয়ের সময় আমাদের বোলিংটা আরেকটু বুদ্ধি খাটিয়ে করলে হয়তো অন্য ফল আসতো। এই উইকেটে ১৮০ রানের স্কোর নিয়মিতই হয়। সেটা তাড়া করে অনেক দলই জিতেছে। আমার কাছে মনে হচ্ছে, ওরা ১৫ রান বেশি করেছে। ’
টাইগার দলপতি যোগ করেন, ‘রান তাড়া করতে নেমে আমরা টার্গেটের দিকে বেশ ভালোই এগুচ্ছিলাম। কিন্তু, সৌম্য-সাব্বির সেট ব্যাটসম্যান হয়েও পরপর আউট হয়ে গেছে। ওদের ব্যাটিংয়ের সময়ও সেট ব্যাটসম্যান ছিল। তাই ঝুঁকি নিয়ে বেশি রান তুলতে সক্ষম হয়েছে। বোলিংয়ে আমরা যদি বাতাসের হিসাব করে একটু প্ল্যানিং করে করতে পারতাম, তাহলেই ভালো হতো। ফিল্ডিংয়ে আমাদের গ্যাপটা বেশি ছিল। ওরা সিঙ্গেলের জায়গায় ডাবল পেয়েছে। ’
দলের হয়ে দারুণ সেঞ্চুরি করেছেন কিউই তারকা কলিন মানরো। ৫৪ বলে সাতটি করে চার ও ছক্কায় তিনি করেন ১০১ রান। টম ব্রুসকে সঙ্গী করে মানরো স্কোরবোর্ডে আরও ১২৩ রান যোগ করেন। ব্রুস খেলেন ৩৯ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস। এই দুই ব্যাটসম্যান ছাড়া সর্বোচ্চ ১২ রান করেন কেন উইলিয়ামসন।
মাশরাফি জানান, ‘ওরা ৪৬ রানেই তিন উইকেট হারিয়েছিল। তাই মানরো ব্যাটিংয়ে নেমেও শট নির্বাচন করতে পারেনি। একটু সময় পাওয়াতে সে বারবার বাতাসকে কাজে লাগিয়েছে। আমরা অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারিনি। আমরা তার ব্যাটিংয়ের স্টাইল জানি। গত ম্যাচে সে দ্বিতীয় বলেই আউট হয়েছিল। আজ আমাদের প্ল্যানটা কাজে লাগেনি। ’
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ০৮ জানুয়ারি। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০৬ জানুয়ারি ২০১৭
এমআরপি