ভার্মার মতে, এটা ধোনির স্বাভাবিক সিদ্ধান্ত নয়, চাপে পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি সরাসরি আঙ্গুল তুললেন বিসিসিআই’র যুগ্ম সচিব অমিতাভ চৌধুরির দিকে।
আদিত্য ভার্মার অভিযোগ অমিতাভ চৌধুরি নাকি বিসিসিআই নির্বাচক প্রধান এমএসকে প্রসাদকে ৪ জানুয়ারি ফোন করে ধোনির ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইতে বলেন। সেই মুহূর্তে ধোনি রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের মেন্টর হিসেবে মাঠেই ছিলেন। এই পুরো ঘটনায় নাকি ধোনি মানসিকভাবে হতাশ হয়েই সঙ্গে সঙ্গে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
আদিত্য ভার্মার মতে, ধোনির সঙ্গে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিতাভ চৌধুরির সম্পর্ক ভালো নয়। এমন কী রঞ্জি সেমিফাইনালে ধোনিকে খেলতে বলা হলেও তিনি খেলেননি। ফলে, গুজরাটের কাছে হেরে যেতে হয়। ধোনি মেন্টর হিসেবে দলের সঙ্গেই ছিলেন। তার পরই ৪ জানুয়ারি ক্রিকেট বিশ্বকে অবাক করে এত ব়ড় একটা সিদ্ধান্ত নিয়ে নেন ক্যাপ্টেন কুল।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৭
এমএমএস