জানা যায়, সরফরাজের মাকে করাচির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসইউ) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ব্রিসবেনে অনুষ্ঠিত একমাত্র প্রস্তুতি ম্যাচে সরফরাজকে বিশ্রামে রাখা হয়।
সরফরাজের পরিবর্তে এখনো কারো নাম ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফির এবারের আসরে ৭৯.৬১ গড়ে ১০৩৫ রান করা কামরান আকমল ডাক পেতে পারেন। সবশেষ ২০১৪ সালের এপ্রিলে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি।
এর আগে পেসার ইরফানের পরিবর্তে জুনাইদ খানকে স্কোয়াডে যুক্ত করা হয়, যিনি ২০১৫ সালের জুনের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে।
শুক্রবার (১৩ জানুয়ারি) পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে খেলা শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৭
এমআরএম