ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে রুমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে রুমানা বাংলাদেশ নারী দল-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দল সব শেষ কবে ওয়ানডে খেলেছে সেটা মনে করতে একদমই ভাবতে হলো না অধিনায়ক রুমানা আহমেদকে। অবলীলায় বলে দিলেন ‘এইতো গত বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে গেলাম। সেখানে ওদের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলার কথা থাকলেও বৃষ্টি বাগড়ায় প্রখমটিতে একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয়টিতে টস আমরা ফিল্ডিংয়ে নেমেছিলাম কিন্তু ম্যাচের ১৮তম ওভারে বৃষ্টি শুরু হলে সেই ম্যাচটিও পন্ড হয়ে যায়।’

এর আগে কবে খেলেছেন? এবার একটু ভাবতে হলো। ভেবে বললেন, ‘২০১৫ সালে পাকিস্তান সফরে।

ওখানে গিয়ে আমরা দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলাম। টি-টোয়েন্টিতে ততটা ভাল না করলেও ওয়ানডে ম্যাচ দুটো ক্লোজ হয়েছিল। আসলে আমাদের ওয়ানডে ম্যাচ কম খেলা হয়েছে। টি-টোয়েন্টি নিয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি যে ওয়ানডে বলতে গেলে খেলাই হয় না। ’

তাহলে বিষয়টি হল আজ থেকে ১৫ মাস আগে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল ওয়ানডে ফরম্যাটে কোন দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কেননা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওই দুটি ওয়ানডে ছিল ২০১৫ সালের ৪ ও ৬ অক্টোবর।

রুমানা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)মানে ওয়ানডে ক্রিকেট থেকে প্রায় দেড় বছরের বিরতিতে ছিল কোচ ডেভিড ক্যাপেলের শিষ্যরা। দীর্ঘ এই বিরতির পর সফরকারী দক্ষিণ আফ্রিকা প্রমীলাদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামছে রুমানা ও তার দল। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

কেমন হবে সফরকারী প্রোটিয়াদের বিপক্ষে এই সিরিজ? জবাবটা বেশ সোজা সাপ্টাই দিলেন লাল-সবুজের প্রমীলা দলপতি রুমানা। ‘আপনি জানেন হোম সিরিজ সবার জন্যই সহজ হয়। তাই আমরা খুবই আশাবাদী। সবাই ভাল খেলেই আশা করি সিরিজ জিততে পারবো। ’

রুমানা হোম সিরিজ সহজভাবে দেখলেও আক্ষরিক অর্থেই কি কাজটি অতটা সহজ? ২০১২ সালে এই দক্ষিণ আফ্রিকাই তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে এসেছিল। আর ওই সফরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সালমা খাতুনদের বিপক্ষে ২-১ এ সিরিজ জিতে নিয়েছিল সফরকারী প্রোটিয়া প্রমীলা দল। আর মুখোমুখি লড়াইয়ে এই পর্যন্ত ছযটি ম্যাচ খেলে ৫ টিতেই জয়ের শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। তাহলে রুমানা কাজটিকে সহজ বললেন কি ভাবে?

মূলত এই ক্ষেত্রে রুমানাকে আশার আলো দেখাচ্ছে দলের তিন বিভাগ অর্থাৎ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের পারফরম্যান্স। তবে ব্যাটসম্যানরা যদি ভাল করতে পারেন তাহলে কাজটি নাকি একেবারেই কঠিন হবে না।  ‘আমাদের ব্যাটসম্যানরা জ্বলে উঠলে ঠিকই জিতবো। দলের সবার ফিটনেস শতভাগ আছে। আমরা জয়ের লক্ষ্যেই খেলবো। আমরা আত্মবিশ্বাসীও। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।