সরাসরি মূলপর্বে অংশ নিতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাংকিংকে বিবেচনা করা হবে।
আইসিসির সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সাত নম্বরে।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজটি তাই পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই সিরিজটি যেকোনো ব্যবধানে জিতলেই র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে যাবে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের দুই ম্যাচ জিতলেই বাংলাদেশ ও পাকিস্তানের রেটিং পয়েন্ট সমান হবে। তবে, এশিয়া অঞ্চলে নিজেদের প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থাকবে পাকিস্তান। এগিয়ে আসতে পারে ক্যারিবীয়ানরা। তাই, সিরিজ জয়ই হতে পারে পাকিস্তানের শঙ্কা কাটানোর বড় অস্ত্র।
১৩ জানুয়ারি ব্রিসবেনে পাকিস্তান প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৭
এমআরপি