এমসিএ (মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন) স্টেডিয়ামে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান বিরাট কোহলি। দলীয় ৩৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা।
দ্বিতীয় উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেন জেসন রয় ও জো রুট। ৭৩ রানের ইনিংস উপহার দেন রয়। সর্বোচ্চ ৭৮ রান করেন ইংলিশদের ব্যাটিং স্তম্ভ রুট। অধিনায়ক ইয়ন মরগান ২৮ ও জস বাটলার ৩১ রান করে ফেরেন।
টি-টোয়েন্টির মেজাজে ব্যাট চালান বেন স্টোকস। ২টি চার ও ৫টি ছক্কায় তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৬২। স্টোকসের সঙ্গে শেষদিকে ১৭ বলে ২৮ রান করে দলীয় স্কোর সাড়ে তিনশ’র ঘরে পৌঁছাতে কার্যকরী ভূমিকা রাখেন মঈন আলী। ক্রিস উকস ৯ ও ডেভিড উইলি ১০ রানে অপরাজিত থাকেন।
দু’টি করে উইকেট লাভ করেন হার্দিক পান্ডে ও জাসপ্রিত বুমরাহ। একটি করে নেন উমেশ যাদব ও রবিন্দ্র জাদেজা। ৬৩ রান খরচায় উইকেটশূন্য থাকেন রবিচন্দ্রন অশ্বিন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম