দুর্দান্ত জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে গেল অজিরা। পরবর্তী ম্যাচ সিডনিতে ২২ জানুয়ারি।
দলীয় ৪৫ রানে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (৩৫) ও উসমান খাজা (৯) বিদায় নিলেও তৃতীয় উইকেটে হ্যান্ডসকম্বকে নিয়ে ১৮৩ রানের জুটি গড়েন ম্যাচ সেরা স্মিথ। রঙিন পোশাকে অভিষেকেই অসাধারণ ইনিংস উপহার দেন ৪টি টেস্ট খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান হ্যান্ডসকম্ব।
ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে শতক পূর্ণ করতে ৯৭টি বল মোকাবেলা করেন স্মিথ। তাতে ছিল ১০টি চার ও ১টি ছক্কার মার। ১০৮ রানে অপরাজিত থেকে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়ে মাঠ ছাড়েন তিনি। উইকেট তিনটি নেন তিন পেসার মোহাম্মদ আমির, জুনাইদ খান ও হাসান আলী।
এর আগে পার্থের ওয়াকা গ্রাউন্ডে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান স্মিথ। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ২৬৩। এক হাজারি রানের মাইলফলক স্পর্শ করে সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে আউট হন ২২ বছর বয়সী বাবর। অর্ধশতক হাঁকান ওপেনার শারজিল খান। শোয়েব মালিক ও ওমর আকমল দু’জনই ৩৯ রান করেন। মোহাম্মদ রিজওয়ান ১৪ রানে অপরাজিত থাকেন।
জস হ্যাজেলউড তিনটি, ট্রাভিস হেড ২টি আর একটি করে উইকেট নেন বিলি স্ট্যানলেক প্যাট কামিন্স।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৭
এমআরএম
আরও পড়ুন...দ্রুততম হাজারি ক্লাবের সদস্য বাবর