সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি স্মিথ।
ব্যাটিংয়ে নেমে স্বাগতিক ওপেনার উসমান খাজা আর ডেভিড ওয়ার্নার মিলে তুলে নেন ৯২ রান।
তিন নম্বরে নামা দলপতি স্মিথের ব্যাট থেকে আসে ৪৯ রান। ট্রেভিস হেড ব্যাটে ঝড় তুলে ৩৬ বলে চারটি ছক্কা আর দুটি বাউন্ডারিতে করেন ৫১ রান।
অজি হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েল করেন ৭৮ রান। ইনিংসের শেষ বলে আউট হন তিনি। ৩৪ বলে তিনি ফিফটি করেন। তার ৪৪ বলের ইনিংসে ছিল ১০টি চার আর একটি ছক্কার মার। ম্যাথু ওয়েড ব্যক্তিগত ৫ রানে বিদায় নেন।
ওয়ার্নার-স্মিথ জুটি থেকে আসে ১২০ রান। আর ট্রেভিস হেড-ম্যাক্সওয়েলের জুটি থেকে আসে ১০০ রান।
পাকিস্তানের হয়ে প্রথমবারের মতো পাঁচটি উইকেট দখল করেন হাসান আলি। একটি উইকেট তুলে নেন মোহাম্মদ আমির।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৭
এমআরপি