ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে কেন উইলিয়ামসনদের বিপক্ষে নয় উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এর আগে ওয়েলিংটনে প্রথম টেস্টে সাত উইকেটে হেরেছিল মুশফিক-তামিমরা।
এদিকে ঘরের মাঠে বাংলাদেশকে সিরিজে হারিয়ে দুই রেটিং পয়েন্ট নিজেদের থলিতে জমা করেছে নিউজিল্যান্ড। আর এতে পাকিস্তানকে হটিয়ে তালিকায় পঞ্চম স্থানে চলে এলো ব্ল্যাকক্যাপরা। দুই পয়েন্ট যোগ করে বর্তমানে তারা ৯৮ পয়েন্টে রয়েছে।
সর্বোচ্চ ১২০ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে ভারত। ১১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। আর ১০৭ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পরের তালিকাতে অাছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০১৭
এমএমএস