ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন হলো মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
চ্যাম্পিয়ন হলো মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে প্রাইম ব্যাংক ইয়ুথ টাইগারস জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে মোট ৮টি স্কুল অংশগ্রহণ করে।

ফাইনাল ম্যাচে মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় ৩৩ রানে হারিয়েছে ব্যাপ্টিষ্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়কে।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয় শিরোপা নির্ধারণী ম্যাচটি।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়।

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৭ রান করে দলটি। জবাবে, ৪৬.৩ ওভার ব্যাট করে ব্যাপ্টিষ্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ের ইনিংস থামে ১৫৪ রানে।

খেলায় ৯ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের ইয়ামিন। এ বিদ্যালয়ের হয়ে সর্বোচ্চ রান করেন রাকিব, কাইয়ুম ও মর্তুজা।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলকে কাপ তুলে দেন অতিথিরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক বরিশালের ম্যানেজার মোঃ আ: রাফি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুরুল আলম নুরু, প্রাইম ব্যাংক বরিশালের ম্যানেজার (অপারেশন) ফিরোজ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।