ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএলেও উজ্জ্বল রাহি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বিসিএলেও উজ্জ্বল রাহি ছবি: সংগৃহীত

জাতীয় লিগের সর্বোচ্চ উইকেট শিকারী আবু জায়েদ রাহি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিনেই চমক দেখালেন। ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের এ পেসার।

রাহির বোলিং তোপে মাত্র ২২৪ রানে শেষ হয়েছে সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস। জবাবে প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৯৫ রান তুলেছে ইস্ট জোন।

লিটন কুমার দাশ ৬০ ও মেহেদি মারুফ ৩২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সকালে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে সেন্ট্রাল জোন। ৪১ রান তুলতেই চার ব্যাটসম্যানকে হারায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে দেড়শ’র নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগে দলটির। নবম উইকেটে মোশাররফ হোসেন রুবেল ও মোহাম্মদ শরিফ ৭০ রানের জুটি গড়ে দলের রান দুইশ পার করেন।

৪৪ রান করা শরিফকে সাজঘরে পাঠিয়ে জুটি ভাঙেন রাহি। ৪৬ রানে অপরাজিত থাকেন মোশাররফ।

পাঁচ উইকেট তুলতে ১৫.২ ওভারে মাত্র ৩৭ রান খরচ করেন রাহি। ইবাদত হোসেন ও সাকলাইন সজীব নেন দুটি করে উইকেট। অপর উইকেটটি নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।