দুটি সিরিজেই অবশ্য সাব্বির মাশরাফি-মুশফিকদের লজিস্টিক ম্যানেজারর দায়িত্ব পালন করেছেন। তবে আগামী মার্চে শ্রীলঙ্কা সিরিজে দিয়ে আবার টাইগরদের ম্যানেজারের দায়িত্বে ফিরছেন সুজন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি নিজেই। ‘আমিই এই সিরিজে ম্যানেজার হিসেবে থাকছি। বোর্ড থেকে এটাই বলা হয়েছে এবং কোচও তাই বলেছে। ’
সুজন আরও যোগ করেন, ‘আমি বাংলাদেশ দলের হয়ে কাজ করতে গর্ব বোধ করি। যদি দলের সাথে আমার থাকাটা গুরুত্বপূর্ণ হয় তবে অবশ্যই থাকবো। যখন মনে হবে না তখন থাকবো না। যেকোন ভাবেই যদি আমি দলের হয়ে কাজ করতে পারি সেটা স্বল্প মেয়াদ কিংবা দীর্ঘ মেয়াদ কি না আমি জানি না। তবে বিসিবি যেটা ভাল মনে করবে সেটাই করবো। ’
উল্লেখ্য, ২০১৪ সালের ভারত সিরিজ থেকে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন খালেদ মাহমুদ সুজন। তবে কখনওই তাকে স্থায়ীভাবে টাইগারদের ম্যানেজারের আসনে অসীন করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস