নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে আগ্রহী নয় কোনো বিদেশি ক্রিকেটার। সংযুক্ত আরব আমিরাতে চলমান আসরের ফাইনালে তাই লাহোরে যেতে রাজি ছিলেন না বিদেশি ক্রিকেটাররা।
চলমান পিএসএলের পাঁচ দলের মালিকদের সঙ্গে সভায় বসেছিলেন চেয়ারম্যান নাজাম শেঠি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আমিরাতে চলা আসরের ফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানে ফাইনাল খেলতে কোনো বিদেশি ক্রিকেটার না গেলেও শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তে নিজেদের মত দিয়েছেন পাঁচ দলের মালিক পক্ষ।
পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি জানিয়েছেন, ‘জাতীয় ইস্যুতে আমরা এক সঙ্গে কাজ করতে চাই। পিএসএলের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। সবাই এক সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি নিরাপত্তার অহেতুক ইস্যুতে যদি কোনো বিদেশি ক্রিকেটার পাকিস্তানের মাটিতে খেলতে না যায়, তারপরও লাহোরেই ফাইনাল অনুষ্ঠিত হবে। আশা করবো বিদেশিরা আমাদের সঙ্গে একমত হবেন। ’
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি