আগের দিনের সঙ্গে ২৪ রান যোগ করে ব্যক্তিগত ৭৪ রানে ফিরেছেন সানজামুলের বলে ফরহাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে।
আর দ্বিতীয় দিনে নিজের এমন ছোট ইনিংসে খেলার পেছনে নাফিস দায়ী করলেন বলের অস্বাভাবিক টার্নিংকে।
তবে এই ম্যাচে নাফিস শতকের দেখা না পেলেও দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন সতীর্থ তুষার ইমরান। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৯ হাজার রানের রেকর্ড গড়া এই ব্যাটসম্যান নিজেকে ছাড়িয়ে গেছেন গতকালই। উত্তরাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়ে গড়েছেন ৯ হাজার রানের নতুন রেকর্ড। প্রথম দিন শেষে ১২৭ রানে অপরাজিত থাকা তুষার দ্বিতীয় দিন যোগ করেছেন আরও ১৯৩ রান। ২২০ রানের মহাকাব্যিক এক ইনিংস শেষে নাসির হোসেনের বলে বোল্ড হয়ে ফিরেছেন প্যাভিলনে।
সতীর্থের এমন পারফরমেন্সে প্রশংসা না করে পারলেন না নাফিস, ‘তুষারের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। তিনি রেকর্ড বই নিজেই নতুন করে লিখছেন। একজন প্লেয়ারের অভিজ্ঞতার যে মূল্য, সেটা তিনি বারবার বোঝাচ্ছেন। আমি মনে করি পারফরমেন্স সব জায়গায়ই একরকম। তিনি রানের দিক থেকে সর্বোচ্চ, সেঞ্চুরির দিক থেকেও । আমার মনে হয় তার কাছ থেকে তরুণদের শেখার আছে। ’
প্রথম শ্রেণির ক্রিকেটে ২২টি সেঞ্চুরি সহ ৯ হাজার রানের অনন্য রেকর্ডে যে উচ্চতার তুষার ইমরান নিজেকে নিয়ে গেছেন তাতে এদেশের তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণার নাম তিনি হতেই পারেন।
** মাইলফলক পেরিয়ে তুষারের ডাবল সেঞ্চুরি
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি