ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সফরকে চ্যালেঞ্জিং মানছেন মাশরাফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
শ্রীলঙ্কা সফরকে চ্যালেঞ্জিং মানছেন মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ফতুল্লা থেকে: চলতি মাসের ২৫ তারিখ থেকে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ। সেই লক্ষ্যে ১৮ মার্চ দেশ ছাড়ছে টাইগারদের ওয়ানডে স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা। আর এই সিরিজে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না বলে মনে করছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

একথা ঠিক যে ক্রিকেটের সব ফরমেট থেকে অবসরে যাওয়ায় লঙ্কান দলে নেই কুমার সাঙ্গকারা, মাহেলা জয়াবর্ধনে ও তিলকারত্নে দিলশানের মতো ম্যাচ উইনাররা। তারপরেও দিমুথ করুণারত্নে, উপল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল ও রঙ্গনা হেরাথের মতো অভিজ্ঞ এবং আসলা গুরানত্নে, দিলশান মুনাবেরা, নিরোসান ডিকওয়েল ও লাকসান সান্দাকানদের মতো তরুণ দুর্দান্ত কিছু ক্রিকেটার নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ একটি দল গড়তে সক্ষম হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

ফলে দলটির বিপক্ষে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে জয় বেশ চ্যালেঞ্জিং হবে বলেই মানছেন টাইগার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলপতি মাশরাফি বিন মর্তুজা। তিনি জানান, ‘ওভারঅল যদি দেখেন ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ওদের ফর্ম ভালো। এমনকি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় গিয়েও তারা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে। ওদের ভালো কিছু নতুন প্লেয়ার এসেছে। আমার মনে হয় টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ওরা এখন ভালো সাইড। ’

বৃহস্পতিবার (১৬ মার্চ) ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিনি গণমাধ্যমকে একথা জানান।

স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিততে নিজেদের সেরা খেলার বিকল্প নেই উল্লেখ করে মাশরাফি এসময় আরও বলেন, ‘সেরা খেলাটি না খেললে আপনি যে কোন দলের সাথে হারতে পারেন। আমাদের সেরাটাই দিতে হবে। কারা কেমন দল সেটা চিন্তা করার সুযোগ নেই। ’

এদিকে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঘোষিত টাইগারদের স্কোয়াডে সন্তোষ প্রকাশ করে ম্যাশ বলেন, ‘ভালো স্কোয়াড হয়েছে। যারা আছে আশা করি সবাই ভালো করবে। সবাই ফর্মে থাকলে খেলতে সুবিধা হয়। যারা আছে আমার বিশ্বাস আমরা ভালো করবো। ’

২৫ মার্চ ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে তিনি ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মাশরাফিরা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিস স্পোর্টস ক্লাব মাঠে।
 
এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যদিয়ে সিরিজের সমাপ্তি টানবে সফরকারী বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।