প্রথম ওয়ানডেতে ৩০৮ করেও চার উইকেটে হেরে যায় পাকিস্তান। একই গ্রাউন্ড গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
কামরান আকমল ২১, মোহাম্মদ হাফিজ ৩২, সরফরাজ আহমেদ ২৬ রান করেন। বাবরের সঙ্গে ৪৩ রানে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম। শ্যানন গ্যাব্রিয়েল দু’টি ও একটি করে উইকেট নেন আলজারি জোসেফ, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স।
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ও. ইন্ডিজ। ৭৫ রান তুলতেই ছয় উইকেটের পতন ঘটে। দু’টি অর্ধশত রানের জুটিতে দলীয় স্কোর দুইশ’ পার হয়। সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। অ্যাশলে নার্সের ব্যাট থেকে আসে ৪৪।
একাই পাঁচটি উইকেট দখল করেন পেসার হাসান অালী। মোহাম্মদ হাফিজ দু’টি ও একটি করে নেন মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাদাব খান।
এই মাঠেই মঙ্গলবার (১১ এপ্রিল) সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
এমআরএম