লালমাটিয়ার হয়ে বোলিংয়ে ওপেন করতে আসা সুজন মাহমুদ ১৫টি নো-বল ও ১৩টি ওয়াইড বল দেন। যেখানে ওয়াইড থেকে বাউন্ডারি হয়ে মোট ৬৫ রান হয়।
মোট ৩২ বলের ওভারে এক্সিওম ১০ উইকেটে জয় পায়। যা ৪ বলেই ৯২ রানে পরিণত হয়।
এর আগে লালমাটিয়া মাত্র ১৪ ওভারেই ৮৮ রান করে সবকটি উইকেট হারায়। তবে দলের জেনারেল সেক্রেটারি এ ম্যাচে এমন হারের জন্য মাঠের আম্পায়ারকে দুষেছেন।
ওয়ানডে ও টি-টোয়েন্ট আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে ১ ওভারে সর্বোচ্চ ৩৬ রান করে রেকর্ড রয়েছে। ২০০৭ ওডিআই বিশ্বকাপে নেদারল্যান্ডসের বোলার ডান ফন বাঙ্গের বলে ছয়টি ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। আর একই বছর টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয়টি ছক্কা মেরে ৩৬ রান করেছিলেন ভারতের যুবরাজ সিং।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ছয়টি ছক্কার রেকর্ড দুবার হয়েছে। তবে ১৯৯০ সালে ওয়েলিংটনের ব্রেট ভেন্স সর্বোচ্চ ৭৭ রান দিয়েছিলেন। কিন্তু টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ২৮ রান এসেছে দু’বার। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা দ.আফ্রিকার রবিন পিটারসেনের বিপক্ষে করেছিলেন। আর ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের বিপক্ষে একই স্কোর করেছিলেন অস্ট্রেলিয়ার জর্জ বেইলি।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
এমএমএস