বিসিসিআই’র (ভারতীয় ক্রিকেট বোর্ড) মেডিকেল টিম নিশ্চিত করেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলার জন্য ফিট কোহলি। শুক্রবার (১৪ এপ্রিল) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় খেলা শুরু হবে।
গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টের (চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট) পর থেকেই মাঠের বাইরে কোহলি। তার অনুপস্থিতি ভালোই টের পাচ্ছে আরসিবি। অন্তর্বর্তীকালীন অধিনায়ত্ব শেন ওয়াটসনের কাঁধে। গতবারের ফাইনালিস্টরা এবার তিন ম্যাচের দু’টিতেই হেরে গেছে। আট দলের পয়েন্ট টেবিলে অবস্থান ছয়ে।
প্রসঙ্গত, গত ম্যাচেই পিঠের ইনজুরি কাটিয়ে দলে ফেরেন আরসিবি’র আরেক ব্যাটিং জিনিয়ার্স এবি ডি ভিলিয়ার্স। ফিরেই ৪৬ বলে ৮৯ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন দক্ষিণ অাফ্রিকান সেনসেশন। যদিও ম্যাচটি অনায়াসে জিতে নেয় গ্লেন ম্যাক্সওয়েলের কিংস ইলেভেন পাঞ্জাব।
কোহলি ফেরা মানেই বেঙ্গালুরুর শক্তিও বেড়ে যাবে বহুগুণ। গত মৌসুমে ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক রেটে ৯৭৩ রান করেন ভারতীয় অধিনায়ক। ফেরার ম্যাচে ডি ভিলিয়ার্সের মতোই ব্যাটে ঝড় তুলবেন কোহলি এমন প্রত্যাশা আরসিবি সমর্থকদের।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
এমআরএম