ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মাশরাফির ‘জঙ্গলেই মঙ্গল’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, এপ্রিল ১৬, ২০১৭
মাশরাফির ‘জঙ্গলেই মঙ্গল’ মাশরাফি বিন মর্তুজা-ছবি:সংগৃহীত

শিরোনাম দেখে ভাবছেন মাশরাফির আবার কি হলো? হঠাৎ জঙ্গলেই বা মঙ্গল খুঁজছেন কেন এই টাইগার ওয়ানডে দলপতি? না। তেমন কিছুই হয়নি তার।

মূলত মাশরাফি বিন মর্তুজা এখন আছেন বান্দরবানে। গত ১২ এপ্রিল বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের মৌসুমের প্রথম ম্যাচটি খেলেই স্বপরিবারে সেখানে বেড়াতে চলে গেছেন।

সেখানে গিয়ে নিজের ফেসবুক ভেরিফাইড পেইজে স্ট্যাটাস দিয়েছেন, ‘কোলাহল ছেড়ে, অবকাশে জঙ্গলে দুইটা দিন। জঙ্গলেই মঙ্গল। ’

পহেলা বৈশাখের ছুটি বান্দরবানেই পরিবারের  সাথে কাটিয়েছেন মাশরাফি।

এপ্রিল শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফেরার পর আপাতত মাশরাফির ব্যস্ত সময় কাটছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের চলতি মৌসুম নিয়ে।

এ মাসের শেষ সপ্তাহ থেকে তার ব্যস্ততা শুরু হয়ে যাবে আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলা ‘ম্যাশ’ এই মৌসুমে খেলছেন লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।