সবশেষ ২০০০ সালে দশম দেশ হিসেবে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। এরপর আর কোনো দেশকে আইসিসি তাদের পূর্ণ সদস্যপদ দেয়নি।
চলতি বছরের জুন মাসে আফগানিস্তানের সঙ্গে টেস্ট স্ট্যাটাস পেতে পারে আয়ারল্যান্ড ক্রিকেট দল। পাশাপাশি আইসিসির পূর্ণ সদস্য পদও পেতে যাচ্ছে আইরিশরা।
দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় আয়ারল্যান্ড ক্রিকেটের প্রধান রস ম্যাককলামকে এমনটি জানায় আইসিসি। এ বিষয়ে আয়ারল্যান্ড ক্রিকেটের সিইও ওয়ারেন ডিউট্রম জানান, ‘জুনের ২২ তারিখ আমরা আইসিসির পূর্ণ সদস্য পদ পেতে পারি। আনুষ্ঠানিক ঘোষণার আগে আমরা সবকিছু জানাতে পারছি না। তবে, টেস্ট খেলুড়ে ১০ দেশ এখন ১২তে উন্নীত হতে যাচ্ছে। সভায় সিদ্ধান্ত হয়েছে জিম্বাবুয়ে নিয়মিত টেস্টের বাইরে থাকবে। তারা আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে। সে হিসেবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড শিগগিরই টেস্ট খেলুড়ে দেশ হতে যাচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৭
এমআরপি