গত আসরে হায়দ্রাবাদের শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোস্তাফিজ। সেবার ১৬ উইকেট নিয়ে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ইমার্জিং ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন এ প্রতিভাবান পেসার।
ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা মুস্তাফিজুর রহমান চলমান আইপিএলের ২০১৭ আসরে মাঠে নামার সুযোগ পেয়েছেন কেবল এক ম্যাচে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা সেই ম্যাচে ২.৪ ওভার বল করে ৩৪ রান দেন মোস্তাফিজ। খরুচে বোলিংয়ের পাশাপাশি উইকেটহীন থাকায় শেষ পর্যন্ত কপাল পুড়ে কাটার মাস্টারের। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের মূল একাদশে আর সুযোগ মিলেনি তার।
আইপিএলে হতাশার এক মৌসুম শেষে দেশে ফিরে অবশ্য বিশ্রামে থাকা হচ্ছে না মোস্তাফিজের। কেননা জাতীয় দলের সাথে যোগ দিতে শুক্রবার তাকে উড়াল দিতে হচ্ছে ইংল্যান্ডের উদ্দেশ্য।
প্রসঙ্গত, ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে বর্তমানে ইংল্যান্ডের সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল। আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি সাকিব আল হাসান ফিরছেন বৃহস্পতিবার। এদিনই তার বোনের আকদ। শুক্রবারই একসঙ্গে দেশ ছাড়ার কথা মোস্তাফিজ ও সাকিবের। এছাড়া ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা একই দিন দেশ ছাড়বেন।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৭
এমএমএস