আইপিএল থেকে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছেন সাকিব। বৃহস্পতিবার (৪ মে) তার ভারত থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।
আইপিএলে কলকাতার দু’টি শিরোপা (২০১২ ও ২০১৪) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাকিব। এই মৌসুমে মুদ্রার উল্টোপিঠটাও দেখলেন! টুর্নামেন্টে পাঁচ ম্যাচ পর গুজরাট লায়ন্সের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
ব্যাটিংয়ে ইনিংসের শেষ বলে নেমে ১ রানে অপরাজিত থাকেন। কিন্তু, বল হাতে ছিলেন বেশ খরুচে। তিন ওভারে ৩১ রানের বিনিময়ে থাকেন উইকেটশূন্য। এরপর আর দলে জায়গা হয়নি। সাকিবকে ছাড়াই অবশ্য দুর্দান্ত গতিতে ছুটছে গৌতম গম্ভীরের দল। সবশেষ দুই ম্যাচে হারলেও প্লে-অফের পথে সুবিধাজনক অবস্থানে কলকাতা। ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা। আর তিনটি ম্যাচ বাকি।
আইপিএলের এবারের আসর থেকে বিদায়বেলায় দলের প্রতি শুভকামনা জানিয়েছেন সাকিব, ‘এই সিজনে আমি দলের জন্য খুব বেশি অবদান রাখতে পারিনি। কিন্তু দল হিসেবে আমরা ভালো করছি, এটাই অনেক গুরুত্বপূর্ণ। টিমের অগ্রাধিকার আগে, এখানে অভিযোগ দাঁড় করানোর কোনো সুযোগ নেই। আশা করি, আমরা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে পারবো। ’
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ৪ মে, ২০১৭
এমআরএম