ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

৭৩ রানেই গুটিয়ে গেল পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, মে ১৪, ২০১৭
৭৩ রানেই গুটিয়ে গেল পাঞ্জাব ছবি: সংগৃহীত

বাঁচা-মরার লড়াইয়ে জিততেই হবে পাঞ্জাবকে। অথচ ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে মাত্র ৭৩ রান তুলতেই অলআউট প্রীতি জিনতার দলটি। প্লে-অফ নিশ্চিত করা পুনে এই ম্যাচ জিততে পারলে টেবিলের দুইয়ে চলে যাবে।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পুনের দলপতি স্টিভেন স্মিথ। আগে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের ওপেনার মার্টিন গাপটিল ইনিংসের প্রথম বলেই বিদায় নেন।

আরেক ওপেনার রিদ্ধিমান শাহা ১৩ রান করেন। তিন নম্বরে নামা শন মার্শের ব্যাট থেকে আসে ১০ রান। ইয়ন মরগান, তেওয়াতিয়া, দলপতি ম্যাক্সওয়েল কেউই ৪ রানের বেশি করতে পারেননি।

আকসার প্যাটেল ২০ বলে ২২ আর স্বপ্নীল সিং ১৭ বলে ১০ রান করে না দিলে ৫০-এর ঘরেই আটকে যেত পাঞ্জাব।

পুনের শার্দুল ঠাকুর ৪ ওভারে ১৯ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট পান জয়দেব, ড্যানিয়েল ক্রিস্টিয়ান আর অ্যাডাম জাম্পা।

এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে মুম্বাই। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে হায়দ্রাবাদ, ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কলকাতা। পুনের পয়েন্টও ১৬। এই ম্যাচে জিতলে দুইয়ে চলে যাবে পুনের দলটি। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা পাঞ্জাবকে এখান থেকেই আসর শেষ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ১৪ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ